মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন । ৫ অক্টোবর সকালে তিনি রুহিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে তিনি রুহিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শন করেন। সাংসদ রমেশ চন্দ্র সেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সাথে কথা বলেন খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের ঠিক মতো ওষুধ পত্র ঠিক মতো হাসপাতলে থেকে সরবরাহ করা হচ্ছে কিনা তা রোগীদের কাছে জানতে চান।পরে তিনি পরিস্কার পরিচ্ছন্নতার কথা শুনেন।
পরিদর্শণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থায় সাংসদ রমেশ চন্দ্র সেন সন্তোষ প্রকাশ করেন । এসময় উপস্থিত ছিলেন , ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা : ফিরােজ জামান জুয়েল , রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় , রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু , রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক বাবু , রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক দুলাল রব্বানী ,
রুহিয়া ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, হাসিনুর,রুহিয়া উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা : রিপন রায়সহ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুসরাত ও কর্মকর্তা ও কর্মচারীরা ।
#CBALO/আপন ইসলাম