দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের মহেষপুর কালিবাড়ী মার্কেটে দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে ০৪ অক্টোবর (রবিবার) দিবাগত রাতে। জানা যায়, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের মহেষপুর গ্রামের কালিবাড়ী বাজারে মেসার্স মুশফিকা টেলিকম সেন্টার এন্ড কসমেটিক্স দোকান ঘরের পিছনের দেয়াল কেটে ভীতরে প্রবেশ করে এবং দোকানে রক্ষিত মোবাইল সেট ২০০টি, এলইডি টিভি ৬টি, মেজিক চুলা ২টি, গ্যাস চুলা ২টি, ৮০ হাজার টাকার গ্রামীন ফোনের কার্ড এবং ক্যাশ বাক্সে রক্ষিত ৮ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর।
দোকানের মালিক জাহেরুল ইসলাম জানান, আমি দোকান বন্দ করে তালা মেরে রাতে বাসায় চলে যাই। সকালে দোকানের শার্টার খুলে দেখি পিছনের দেয়াল মধ্যখানে কাটা এবং দোকানের অধিকাংশ মালামাল নেই। আমি সাথে সাথে ফোন করে থানায় চুরির বিষয়টি জানাই। চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা হবে বলে জানান দোকান মালিক জাহেরুল ইসলাম।
চুরির বিষয়টি নিশ্চিত করেন আখানগর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
রুহিয়া থানার এসআই মোঃ সফিক জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
#CBALO/আপন ইসলাম