রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণপশ্চিম পাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন জানান, সরকারী নির্দেশ অমান্য করে দীর্ঘদিন যাবত দক্ষিণ পশ্চিমপাড়া নামক এলাকার ওই পুকুর থেকে বালু উত্তোলণ করে আসছিলো স্থানীয় সুলতান হাওলাদার, ইসমত হাওলাদার ও সুলতান ফকির। বালু উত্তোলনে একাধিকবার নিষেধ করা হলেও তা অমান্য করে আসছিলো বালু উত্তোলণকারীরা।
রবিবার দুপুরে ওই পুকুর থেকে বালু উত্তোলণ শুরু করলে বাটজোর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে বালু উত্তোলনে বাঁধা দেয়। ভূমি কর্মকর্তার বাঁধা উপেক্ষা করে ড্রেজার বন্ধ না করেই ঘটনাস্থল থেকে সটকে পরে বালু উত্তোলনকারীরা। তারই প্রেক্ষিতে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই আরিফুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
#CBALO/আপন ইসলাম