রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র এমপি’র রোগ মুক্তি কামনায় বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া-মিলাদ পূর্ব সভায় ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে ও সম্পাদক মণিষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্টাতা সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সিনিয়র সাংবাদিক আলহাজ¦ জামাল উদ্দিন। এসময় ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন। শেষে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
#CBALO/আপন ইসলাম