নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:
রাজধানীর অদূরে সাভার ধামরাই ছয়বাড়ীয়া এলাকার আল-আমিন, রহিম, এবং মনির হোসেন কে মোহনা পোল্ট্রি ফার্মে দুই লক্ষ টাকা চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করিতেছে বলে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। সরজমিনে গিয়ে জানা যায়, মোঃ মমিন সিকদার 03/07/2020 তারিখ একটি মামলা করেন যে মেসার্স মোহনা পোল্ট্রি ফার্মে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেন, আল-আমিন, (৩০) রাহিম (২৫) উভয় পিতাঃ সাহাব উদ্দিন, এবং মনির হোসেন পিতাঃ রাজ্জাক, তিন জনকে আসামী করেন, যাহার সাক্ষী হিসাবে পাঁচজনের নাম দিয়েছেন, তাদের মধ্যে ৪নাম্বার সাক্ষী আনোয়ার এর কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি তো বাড়িতে ছিলাম না এবং এমন কোন ঘটনার কথাও শুনি নাই তো আমি কি করে মামলার সাক্ষী হইলাম সব মিথ্যা এসব সাজানো নাটক। এবং অন্য সাক্ষীদের কাছে জানতে চাইলে বিভিন্ন তালবাহানা করেন। এলাকাবাসী বলেন, মমিন শিকদারের ফুফাতো ভাই বেশ কিছুদিন ধরে তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জমি দখলের পাঁয়তারা করেন আসছেন এখন আর তাদের সাথে কোনভাবেই কুলাতে না পাড়ায় এই নাটক সাজিয়েছেন এমন একটা ঘটনা ঘটেছে আর আমরা এলাকাবাসী কেউ জানিনা, অথচ টাকার জোরে মামলা করে দিয়েছে ওদের নামে।
এ বিষয়ে ছয়বাড়ীয়া ৯নং ওয়ার্ড কমিশনার আবু সাঈদ বলেন, আল-আমিন ও রাহিম দের শরিকের জমি দখলের জন্য বিভিন্ন পাঁয়তারা করে বেড়াচ্ছেন মমিন শিকদারের ফুফাতো ভাই সানাল শিকদার, পরে একদিন তাদের এখানে একটা গ্রাম সালিশ বসানো হয়, আমি সালিশে গিয়ে দেখতে পাই সানাল শিকদার সালিশে বসে দেশীয় অস্ত্র সান দিচ্ছে আর বলে এই জমি আমার। এবং এলাকায় তাদের উপর কথা বলার কেউ নেই তাদের কাছে প্রশাসন নিরব। তাই মমিন সিকদারকে দিয়ে এই মিথ্যা মামলা সাজিয়েছেন। এবং এই মামলা উত্তরা থেকে পিবিআই বি তদন্ত করে এলাকাবাসীর সামনে বলেন এই নিরীহ লোকদের ফাঁসানো হয়েছে বলে তারা চলে যায় আবার কিছুদিন পরে পিবিআই উত্তরা হেড অফিসে ডাকেন আসামিদের। পরে ওদের কাছে টাকা পয়সা নেই আমি নিজে একটা গাড়ি ভাড়া করে তাদের পাঠাই।
#CBALO/আপন ইসলাম