সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোরে জলাবদ্ধতার সুরাহা না হওয়ায় : অভয়নগর ইউএনও অফিস মুখে ধর্মঘট পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ অক্টোবর, ২০২০

 শেখ আলী আকবার সম্রাট যশোরঃ

যশোর অভয়নগরে ভবদহের জলাবদ্ধা নিরসনে কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না । বাস্তবায়ন হয়নি ভবদহবাসীর দীর্ঘদিনের দাবি (টিআরএম) বাস্তবায়ন। ভবদহের জলাবদ্ধতা নিরসনের জন্য কয়েকটি দাবি নিয়ে অভয়নগর উপজেলা চত্বরে আজ একটি অবস্থান ধর্মঘট পালন করেন জলাবদ্ধ এলাকার কষ্টে থাকা মানুষগুলি। তাছাড়া আমডাঙ্গা খাল খনন ও সংস্কারেও নেওয়া হয়নি যথাযথ ব্যবস্থা। এদিকে ভবদহবাসী এবারও জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। ভবদহ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য একের পর এক আন্দোলন সংগ্রাম করে চলেছে ভবদহ জলাবদ্ধা নিরসন আন্দোলন কমিটি সহ এলাকাবাসী। এই কমিটির ব্যানারে জলাবদ্ধ অঞ্চলের হাজার হাজার মানুষ বেশ কয়েকবার সমবেত হয়েছে আন্দোলনের মাঠে। কিন্তু তাদের দাবি পূরণ হয়নি।

 

ফলে তারা আবারও নতুন কর্মসূচির ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী আজ রোববার(৪ অক্টোবর) জলাবদ্ধা নিরসনে স্থায়ী সমাধান টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প চালু ও আমডাঙ্গা খাল প্রসস্থকরণ সহ খননের দাবিতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। ২৭ সেপ্টেম্বর রবিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা ভবদহ জলাবদ্ধা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।

 

দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে কমিটির তরফ থেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।