সাদ্দাম হোসেন, সাভার প্রতিনিধি:
রাজধানীর অদূরে সাভারে শহিদুল্লাহ ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩রা নভেম্বর) সকালে সাভার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বিনোদবাইদে জাকির হোসেনের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহত শহিদুল্লাহ ইসলামের বাড়ি ধামরাই এর মামুরা গ্রামে। সে সাভারে পল্লী বিদুৎ এর ঠিকাদারির কাজ করতো। এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সাফায়েত হোসেন জানান, বিনোদবাইদ এলাকায় জাকির হোসেনের বাড়িতে শহিদুল্লাহ ভাড়া থাকতো।
গতকাল সকালে তার নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার থানায় মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
#CBALO/আপন ইসলাম