শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপিকে কুটক্তি করার প্রতিবাদ ও জনতার মানববন্ধন আটঘরিয়ায় হাবিবকে অবাঞ্চিত ঘোষনা কুশপুত্তিতা দাহ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ অক্টোবর, ২০২০

মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি: 
পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস এমপিকে কুটক্তি করার প্রতিবাদ ও জনতার মানববন্ধন চাঁদভা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

চাঁদভা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আশরাফুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি: সাইফুল ইসলাম কামাল এর সার্বিক সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সদস্য ইশারত আলী, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ড.হোসেন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোবাররক হোসেন পান্না,

তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু, সদস্য আব্দুল সাত্তার, হেলাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, উপজেলা ঘাতক দালাল নির্মল কমিটির আহবায়ক ও সাবেক ছাত্র নেতা ফরিদ আহম্মেদ, চাঁদভা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন মুকুল হোসেন সাবান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসাইন, চাঁদভা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিসরাত বিশ্বাস রনি, সাধারন সম্পাদক সোহাগ মন্ডল। এছাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলী, সেচ্ছাসেবকলীগ. কৃষকলীগ ও ইউনিয়ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, পাবনা-৪ আসনের উপ-নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের প্রতি কুটক্তি ও শিষ্টার বর্হিভূত আচারনের প্রতিবাদ জানিয়েছেন। গত ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচনের পরে ঐ দিনরাতেই একটি টকশোতে নির্বাচনের বিজয়ী আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাসের প্রতি কুটক্তি ও শিষ্টাচার বর্হিভূত আচারন করারা জন্য নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা হাবিবকে নি:শর্ত ক্ষমা প্রার্থনা দাবি জানিয়ে বলেন অন্যথায় হাবিবকে পুরো আটঘরিয়া উপজেলায় অবাঞ্চিত ঘোষনা করেন। আলোচনা শেষে চাঁদভা বাজারের উপর হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তিতা দাহ করে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।