শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে ১৩ জুয়াড়ুর জেল হয়েছে। জানাগেছে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার -আটোয়ারী থানা পুলিশের একটি চৌকশ টিমকে সাথে নিয়ে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনায় বের হন। অভিযানের এক পর্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া বাজার এলাকা হতে জুয়া খেলার সময় হাতেনাতে ১৩ জন জুয়াড়ুকে আটক করতে সক্ষম হন। জুয়াড়ুরা তাদের অপরাধ স্বীকার করলে তাৎক্ষনিক বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

 

জুয়াড়ুরা হলো উপজেলার রাধানগর ইউনিয়নের গোপালজোত গ্রামের বিদ্যা মোহনের পুত্র কৃষ্ণ বর্মন(২৫), রসেয়া গ্রামের মৃত তাজিম উদ্দীনের পুত্র মোঃ আব্বাস আলী(৪০), মালিগাঁও গ্রামের মৃত নগেন্দ্র দেব নাথের পুত্র জিতে দেব নাথ(৪৫), মালিগাঁও গ্রামের মহানন্দ দেব নাথের পুত্র লিটন দেব নাথ(২৫), গোপালজোত গ্রামের চৈতন্য বর্মনের পুত্র মহেন্দ্র বর্মন(৩৮), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র জিতু রাম বর্মন(৪০) ,মালিগাঁও গ্রামের মৃত লবানু দেব নাথের পুত্র রবীন্দ্র দেব নাথ(৩৫), মালিগাঁও গ্রামের ধুপি চন্দ্র দেব নাথের পুত্র সবিন্দ্র দেব নাথ(৩৫), রসেয়া গ্রামের আলীম উদ্দীনের পুত্র মোঃ ইয়াকুব আলী(৩৫), রসেয়া বানিয়াপাড়া গ্রামের লাটিম চন্দ্র বর্মনের পুত্র নিতাই চন্দ্র বর্মন (৩৪), রসেয়া গ্রামের মৃত রহিম উদ্দীনের পুত্র মোঃ ফইজ উদ্দীন (৬০), রসেয়া গ্রামের মৃত সজার উদ্দীনের পুত্র মোঃ বাবুল ইসলাম(৪০) ও মালিগাঁও গ্রামের মৃত উত্তম দেব নাথের পুত্র তারিণী দেব নাথ (৫৩)। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক বিনাশ্রম কারা বাসের রায় ঘোষনার পরই জুয়াড়ুদের জেল হাজতে পাঠানো হয়েছে।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।