পাবনা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে লাউ পাহারা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষক। শুক্রবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেটে ঘটনাটি ঘটে। নিহত রফিকুল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর স্কুল সংলগ্ন মোজাহার আলীর ছেলে। এলাকাবাসী শিক্ষক রমজান আলী জানান, নিহত রফিকুল ইসলাম কালিকাপুরে রেললাইনের পাশ্ববর্তী এক ব্যক্তির জমি খাজনা নিয়ে চাষাবাদ করে। বর্তমানে সে ওই জমিতে লাউ এর চাষ করছিল।জমির লাউ চোর চুরি করে নিয়ে যায় বলে রফিকুল রাত জেগে জমির লাউ পাহারা দিতো।
তিনি আরও জানান, প্রতি রাতের ন্যায় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সে জমির লাউ পাহারা দেওয়া অবস্থায় রেললাইনের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। উক্ত রেললাইননে রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী থেকে পাবনা এক্সপ্রেস ট্রেন পাবনা অভিমুখে যায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই ট্রেনেই কাটা পড়ে রফিকুল মারা যায়, সকালে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, শত্রুতা বশতঃ কেউ রফিকুলকে মেরে রাতে তার লাশ রেললাইনের উপর ফেলে রেখে যেতে পারে। পরে ওই লাইনে ট্রেনে সে কাটা পড়ে। তবে বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত কৃষক রফিকুলের লাশ তার আত্নীয় স্বজন বাড়িতে নিয়ে এসেছে বলে জানা গেছে।
#CBALO/আপন ইসলাম