পাবনা প্রতিনিধিঃ
পাবনা সুজানগর উপজেলা সাত বাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৪ বছর ৩ মাস বয়সের শিশু কন্যা কে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করছে বাংলাদেশ ছাএ অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে সুজানগর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন পাবনা জেলা সাধারণ সম্পাদক আইনুল হক জেলা সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান , সুজানগর উপজেলা আহ্বায়ক আকাশ, সদস্য উর্মি, রাবেয়া শফিক আহম্মেদ প্রমুখ। বক্তব্যে নেতাকর্মীগণ ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ধর্ষক রানু শেখ কে গ্রেফতার করে নাই পুলিশ প্রশাসন, বক্তারা আরো বলেন ধর্ষক প্রভাবশালী হওয়ায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে না,।
ধর্ষক কে দ্রুত গ্রেফতার করা না হলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হুশিয়ারী দেন। এ দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাএী সহ এলাকা বাসী ধর্ষক রানু শেখ কে ফাঁসির দাবী করেন। উল্লেখ্য ২৫ সেক্টেম্বর বিকালে সুজানগর গুপিনপুরে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রানু শেখ। পরে শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৮ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এদিকে মামলা প্রত্যাহারের জন্য এলাকার প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ শিশুটির পরিবার।
#CBALO/আপন ইসলাম