সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের মহতি উদ্যোগ পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

যশোরের অভয়নগরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ভবদহ এলাকার পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১লা অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরখোলা-ডুমুরতলা মাঝ বিলের রাস্তার ওপর যুগান্তর স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদ এর নেতৃত্বে এসকল সামগ্রী বিতরণ করা হয়। পানিবন্দি এলাকার গরীব-অসহায় ১০০জন মানুষের মাঝে খাবার স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট, চুলকানি উপশম মলম, শিশুদের জন্য বিস্কুট ও চকলেট বিতরণ করেন,। এসময় উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশের অভয়নগর শাখার আহবায়ক এসএম ফারুক আহমেদ, সদস্য সচিব মো. আসাদুর রহমান আসাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফুল ইসলাম মোল্যা, রাজিব পাল, শেখ আহাদুজ্জামান আহাদ, অভিজিৎ সাহা দীপ, মিনহাজুল ইসলাম, শোয়েব আহমেদ ও সাব্বির আহমেদ।

 

এসব সামগ্রী বিতরণকালে সার্বিকভাবে সাহায্য-সহযোগিতা করেন, যুগান্তরের অভয়নগর প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের আইসিটি ও আইন বিষয়ক সম্পাদক,অভয়নগরের সাংবাদিক পরিবারের আইকন, সত্যের সন্ধানে নির্ভীক মো:তারিম আহমেদ ইমন। পানিবন্দি মানুষের মাঝে ওষুধ সামগ্রী বিতরণকালে যুগান্তর স্বজন সমাবেশের আহবায়ক এসএম ফারুক আহমেদ জানান, ব্যক্তিগত তহবিল থেকে স্বল্প পরিসরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও আগামীতে এ ধারা অব্যাহত থাকবে। যুগান্তর স্বজন সমাবেশের কর্মীরা সবসময় সমাজের গরীব-দু:খী ও অসহায় মানুষের পাশে থাকবে। পানিবন্দি মানুষেরা ঔষধ সামগ্রী পেয়ে যুগান্তর স্বজন সমাবেশের সকলকে এমন মহৎ কাজের জন্য ধন্যবাদ জানান এবং তাদের সকলক্ষেত্রে সাফল্য কামনা করেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।