সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লামায় আইনগত সহায়তা সংক্রান্ত সেমিনার ও সচেতনমূলক সভা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকি’র আইনি সহায়তা সংক্রান্ত আলোচনা ও সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর’২০) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিশেষ কমিটি, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামা চৌকি’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান আইনগত সহায়তা দানের ধারণা, অবস্থান, এই সহায়তা কারা পাবেন, কি ধরনের সুবিধা ও কিভাবে পাবেন এবং আবেদনপত্র দাখিল করার প্রক্রিয়া-সহ উপজেলা, ইউনিয়ন কমিটির দায়িত্ব ও কার্যাবলী ইত্যাদি প্রবিধানমালা-২০১১ সম্পর্কে ব্যাপক আলোচনা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবান জেলা শাখার সেক্রেটারী, লামা প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাব, ও সাংবাদিক ইউনিটি’র সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ। প্রসঙ্গত, সরকার আর্থিকভাকে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে সরকারী খরচেআইনগত সহায়তা প্রদান করার জন্য ২০০০ সালের “আইনগত সহায়তা প্রদান সংস্থা ২০০০” পাসকরে। এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সরকার “জাতীয় আইনগত সহায়তা কার্যক্রমকে আরো গণমূখী ও জনবান্ধব করার জন্যইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

প্রত্যেক জেলায় পৃথক লিগ্যাল এইড অফিসস্থাপন, লিগ্যাল এইড অফিস স্টাফ নিয়োগ ও প্রশিক্ষণ প্রদান, আইনগত সহায়তা প্রার্থীর বার্ষিক গড় আয় ৩০,০০০/- টাকা হতে ৫০,০০০/- টাকায় উন্নীতকরণ, তৃণমূল পর্যায়েসচেতনমূলক কার্যক্রম গ্রহণসহ আরো অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এ সেবাধর্মীকার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে (উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, দায়িত্ব ও কার্যাবীলইত্যাদি) প্রবিধানমালা ২০১১” প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।