সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর চাহিদা নিয়ে উপজেলা হাসপাতালে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পবিার সকালে হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত শিশুদের বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সুনীল কুমার দবনাথ, ডা. অমিও রতন ঘটক, ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, এসআই সুশান্ত কুমার ও ইপিআই টেকনোলজিস্ট মিজানুর রহমান।

সভায় জানানো হয় ৪অক্টোবর থেকে ১৭অক্টোবর পর্যন্ত উপজেলায় মোট ১৭৬৫৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬থেকে ১১মাস বয়সী শিশুদের একটি করে নীল ক্যাপসুল ও ১২থেকে ৫৯মাস বয়সী শিশুদের একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২১টি কেন্দ্রে ভিটামিন খাওয়ানোর এই কার্যক্রমে ২৪২জন কর্মী কাজ করবে। এ লক্ষে ইপিআই কর্মসূচির পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারনা চালানো হবে বলেও সভায় জানানো হয়।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।