মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাজারের পার্শ্ববর্তী কুমারপুর এলাকায় সোর্স প্রাপ্ত সংবাদ অনুযায়ী মাদক ব্যবসায়ী মোঃ আনিসুর রহমান (৫২) এর বাসায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে আনসার,পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকসহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় টাস্ক ফোর্সের সদস্যগণ আনিসুর রহমানের স্ত্রী মোছাঃ লাভলী খাতুন (৪০) পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে এবং তার ছেলে মোঃ রানা (৩২)কে আটক করেন।
তার বাসা থেকে ২.২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।হেরোইন কিনতে আসা আর্টগ্যালারী নিবাসী মোঃ শামীম (৩৫) পিতা আবু তাহেরকে আটক করা হয় এবং তিনি তার অপরাধ স্বীকার করায় তাকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তিনি মাদক ব্যবসায় জড়িত থাকায় ব্যবসায়ী আনিসুর রহমান, তার ছেলে মোঃ রানা এবং পলাতক লাভলী আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ প্রদান করেন।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
#CBALO/আপন ইসলাম