বৃহস্পতিবার , ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আক্রান্তের খবরে নবীনগর থেকে পালিয়েছে করোনা রোগী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২০

মো: আনোয়ার হোসেন , (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর প্রতিনিধি:

নবীনগরে চলতি সপ্তাহে করোনা আক্রান্ত একই পরিবারের ১২ জনের সুস্থ হওয়া’র খবর এবং নতুন কোন আক্রান্ত না হওয়ার খবরে গোটা উপজেলায় যখন স্বস্তির বাতাশ বইছে ঠিক তখনি নতুন করে তিনজন আক্রান্ত হওয়ার খবরে বিষাদের ছায়া নেমে আসে পূরো নবীনগর উপজেলার সবার মনে। নতুন করে করোনায় শনাক্ত হওয়া তিন জনের মধ্যো দুইজন পুরুষ ও একজন মহিলা।আক্রান্তরা হলেন উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজার সংলগ্ন এলাকার মীর হোসেন মিয়ার মেয়ে – আসমা বেগম( ২৬) নবীনগর সদরের পশ্চিমপাড়ার এক ঔষধ কোম্পানীর এরিয়া ম্যানেজার ও বগডহর গ্রামের মনির নামে এক ব্যাক্তি আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে আতংকের বিষয় হচ্ছে,নবীনগরের সদরের পশ্চিমপাড়ার ভাড়া বাসায় থাকা আক্রান্ত হওয়া মোহাম্মদ জুয়েল মিয়া (৪৫) বিকন ফার্মা নামের ওষুধ প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার হিসেবে চাকরিরত।রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত নবীনগরের বিভিন্ন মার্কেটে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি যেখানে যেখানে ডিউটি করেছেন, সেখানে অর্থাৎ সেইসব ঔষধের দোকানের মালিক কর্মচারীরা আছেন আতংকে।রাতে রিপোর্ট পজেটিভ আসার পর তাকে আইসোলেসনে নেওয়া হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। তবে বগডহর গ্রামে আক্রান্ত মনির ঢাকা থেকে বেড়াতে এসেছিলেন এবং গতকাল করোনা আক্রান্তের খবরে পালিয়ে গেছেন বলে এলাকাবাসী নিশ্চিত করেছেন।

এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনেক খোজাখোজির পরে জানা গেছে তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালের আইসোলেশনে আছেন বলে তার আত্বিয় স্বজনরা নিশ্চিত করেছেন। শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজার সংলগ্ন গৃহবধূ তার নিজ বাড়িতেই অবস্থান করছেন। শ্যামগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও এলাকার সচেতন নাগরিকগন মিলে তার বাড়িটি লকডাউন করে রেখেছে। বাড়িতে প্রবেশের রাস্তায় লাল নিশান দিয়ে সকলকে সতর্ক করে দেয়া হয়েছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ