রকিবুল ইসলাম, মান্দা, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অতি বৃষ্টির ফলে এক দরিদ্র পরিবারের শেষ সম্বল একমাত্র মাটির বাড়ি ধ্বসে গৃহহারা হয়ে পরে পুরো পরিবার। ২৯-০৯-২০২০ গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক ১২ঃ৩০ মিনিটে মান্দা থানার মৈনম ইউপি’র আব্দুস সালাম এর বাড়িতে এ ঘটনা টি ঘটে। ভুক্ত ভোগী আব্দুস সালাম বলেন, মঙ্গলবার দুপুরের দিকে আকসিক ভাবে আমার বাড়ি ধ্বসে পরে। বাড়ি ধ্বসে পরতে এক মিনিট সময়ও নেয় নি। যার ফলে ঘরের ভেতরে থাকা চাল-ডাল, ঘরের আসবাব পত্র কোনো কিছু ঘর থেকে বের করা সম্ভব হয় নাই।
তিনি আরও জানান, তার অভাবের সংসারে এই একমাত্র সম্বল বাড়িটি ধ্বসে পরায়, তিনি গৃহহীন হয়ে পরে। এবং এখন প্রায় খোলা আকাশের নিচে তারা বসবাস করছে তার পুরো পরিবার। এ সময় প্রশাসনিক এবং রাস্ট্রীয় সহযোগিতার আবেদন করেন ভুক্তভোগী পরিবার।
#CBALO/আপন ইসলাম