শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা প্রতিরোধে ছাত্রলীগ কর্মীর নিরন্তর চেষ্টা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২০

মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর উইনিয়নের নিয়ামুল হক। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই ব্যাক্তি উদ্যোগে নিজ গ্রাম ৫নং ওয়ার্ড চরপিপলাকে জীবাণুমুক্ত রাখতে গত মার্চ মাস থেকে এখন পর্যন্ত রাস্তাঘাট, মসজিদ, যানবাহন, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়মিত নিজ হাতে জীবাণুনাশক প্রয়োগ করছেন তিনি।

এছারা গ্রামের জনসাধারণকে সচেতন করতে সচেতনামূলক লিফলেট বিতরণ ও গ্রামের গণ্যমান্যদের সঙ্গে নিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ অন্য জেলা থেকে আগতদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিতকরন, হোমকোয়ারেন্টাইনে থাকা পরিবারকে বাজার করে দেয়া ও খোজ খবর রাখা, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউএনও মহোদয়কে অবগত করে ত্রান-সহায়তাসহ সার্বিক সহায়তা নিশ্চিত করেন। একই সাথে গ্রামের জনগনকে ঘরে থাকতে উৎসাহিত করা ও জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে যেতে নিরুৎসাহিত করে আসছেন।

খোজ নিয়ে জানা গেছে, নিয়ামুল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের দর্শন বিভাগে অধ্যায়নরত। তিনি ওই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন পরিশ্রমী কর্মী। নাটোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
স্থানীয়রা জানায়, করোনা আক্রমনের শুরু থেকেই নিয়ামুল জীবাণুনাশক প্রয়োগসহ সবাইকে করোনা বিষয়ে অন্যদের সাথে নিয়ে সচেতন করে চলেছেন। তার এ কাজ প্রশংসনীয়। আমরা তাকে সার্বিকভাবে সহোযোগিতা করছি।

এ বিষয়ে নিয়ামুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী এ মুহুর্তে সাধারন মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি একজন ছাত্রলীগ কর্মী হিসেবে এখান থেকে উৎসাহ পাই। তিনি আরো বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জীবাণুমুক্ত করণের মাধ্যমে এই ভাইরাস অনেকটা প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি সার্বিক সচেতনতা অবলম্বন করলে এই রোগের সংক্রমণ রোধ সম্ভব। তাই নিয়মিত আমি এটি করে যাচ্ছি। করোনা পরিস্থতি সাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।