রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
র্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্পের অভিযানে মঙ্গলবার দুপুরে ভোলা জেলার সদর থানার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে কালু সরদারের ছেলে মোঃ আবুল বাশার সরদার (৩৫)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবুল বাশারের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবুল বাশারের নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্টও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে।
#CBALO/আপন ইসলাম