সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে পৃথক পৃথক ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার চার বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সেচ্ছাসেবকলীগ। সোমবার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শেখ সামছুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মো. আরশেদ হোসেন চঞ্চল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আ. রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদা, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ভিপি আল মামুন, প্রমুখ।

 

এদিকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আ. আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মো. উজ্জল মোল্লা, সাবেক কমান্ডার মো. সুজায়েত হোসেন, সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, শ্রমিকলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক শাহ আলম হোসেন প্রমুখ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, চার বারের সফল প্রধান মন্ত্রীর দূরদর্শী রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তাঁর সু¯^াস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উক্ত অনুষ্ঠান সমুহে উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারন সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।