রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে ভার্চুয়াল সভা সোমবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে স্থানীয় সরকার এর উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার)।
অংশ গ্রহন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শারমিন আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা সহিদুল ইসলাম সেরনিয়াবাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
#CBALO/আপন ইসলাম