রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
জেলার গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামের মোল্লাবাড়ীর একটি পুকুর থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওই পুকুরে লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. রব হাওলাদার জানিয়েছেন, স্থানীয়রা বৃদ্ধের লাশটি পুকুরে ভাসমান দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙ্গুলের ছাপ রাখাসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও তিনি জানান।
#CBALO/আপন ইসলাম