রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে চিতা বাঘের ছানা উদ্ধার করেছে রাজাপুর বনবিভাগের কর্মকর্তা।২৮ সেপ্টেম্বর দুপুরে দিকে মামুন নামে এক ব্যাক্তি এই নৈকাঠী বাস স্টান্ড হতে এ বাচ্চা গুলো স্থানীয় এক ব্যক্তির সহযোগীতায় উদ্ধার করা হয়। ধারনা করা হয় বিক্রির জন্য বস্তায় ভরে দূরে কোথাও বাচ্চা গুলো বাস যোগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও এক সহযোগী সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে বাচ্চা গুলি জব্দ করেন। পরে যথাযথ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে শের-ই বাংলার জন্মভুমি সাতুরিয়া মিয়া বাড়ীর গহীন জংগলে (যেখান থেকে এনেছিল) অবমুক্ত করা হয়।
#CBALO/আপন ইসলাম