রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়া উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম, সবার পরিচিত মুখ হাফেজ মো. মহিবুল্লাহ (৫৫) রবিবার সন্ধ্যা ছয়টায় নিজ বাড়িতে ইন্তোকাল করেছেন। তিনি গত কয়েকমাস যাবত শারিরিক অসুস্থতা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তিনি গত ৩০ বছর যাবত উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সোমবার সকাল নয়টায় মরুহমের জানাজার নামাজ শেষে মাদারীপুরের কালকিনী উপজেলার রমজানপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃৃত্যুতে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
#CBALO/আপন ইসলাম