মোঃ কামাল হোসেন:
যশোরে ডিবি পুলিশের অভিযানে ১শ’৬০ বোতল ফেনসিডিলসহ তিনজন আটক করেছে যশোর ডিবি পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি টয়েটা কার জব্দ করে পুলিশ। আটককৃতরা হলো- ঢাকা জেলার গেন্ডরিয়ার ফায়ার সার্ভিস এলাকার ম্যাজিস্ট্রেট নুরুল হকের বাড়ির ভাড়াটিয়া আবুল কাওসারের ছেলে কামরুল হাসান ওরফে রবিন, একই এলাকার জাহাঙ্গিরের বাড়ির ভাড়াটিয়া মঈন উদ্দিনের ছেলে জিসান ও মাগুরা জেলার চাঁদপুর দক্ষিনপাড়ার গোলামনবীর ছেলে ড্রাইভার বকুল হোসেন। ডিবি পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ডিবি ওসি সোমেন দাশের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া এলাকায় ওঁৎ পেতে থাকে। বিকেল পৌনে পাঁচটার সময় যশোর চাঁচড়া চেকপোষ্ট এলাকায় বিএডিসি অফিসের সামনে থেকে একটি প্রাইভেট কারের গতিরোধ করে তারা তল্লাশি চালায়। এসময় আসামিদের দখল থেকে ১শ’৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। এসময় ওই তিনজনকে আটক করে তাদের গাড়িটি জব্দ করে পুলিশ। থানায় এব্যাপারে মামলা হয়েছে।
#CBALO/আপন ইসলাম