সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সিলেটে ছাত্র জমিয়তের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট:
সিলেটের ঐতিহবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর মসজিদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
সিলেট মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা লুৎফুর রহমান সভাপতিত্বে ও
নগর ছাত্র জমিয়তের সেক্রেটারি ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী আসাদ মুহাম্মাদ উসামা।
ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবীতে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন – অপরাধী কোন দল করে এটা বড় কথা নয়। নরপশু ধর্ষকদের পরিচয় একটাই, তারা অপরাধী! আধ্যাত্মিক রাজধানী সিলেটে একজন মহিলাকে ধর্ষণ করার মধ্য দিয়ে ওলী-আউলিয়ার গোটা সিলেটকে ধর্ষণ করা হয়েছে। ঐ ঘাতকদের অপতৎপরতা রুখে দিতে পুরো সিলেটবাসীকে সোচ্চার হতে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে গণধর্ষণকারী জালিমদের।
বক্তারা আরো বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করা না হলে মিছিল মিটিং বিক্ষোভসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে সিলেটের ছাত্র সমাজ। শান্ত সিলেটকে অশান্ত করার পায়তারা শুভ হবে না। প্রয়োজনে আবারও সিলেটের সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুব জমিয়তের সহসভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করীম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি হাফিজ শাহিদ হাতিমী, যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, জামিয়া দারুল কুরআন শাখার সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।