সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়ায় ফাতিমা রাণি মারিয়া গির্জা-য় ধর্মিয় প্রতিষ্টানে প্রার্থনার নামে চলে অনৈতিক কর্মকাণ্ডের শিরোনামে ১৫ই মে ২০২০ ইংরেজি তারিখে স্হানীয় মিশন পাড়ার ক্ষোপের ভিত্তিতে জসিম ও লিমাকে জড়িয়ে যে সংবাদ কয়েকটি অনলাইনে প্রকাশ হয় তার তিব্র প্রতিবাদ জানিয়েছেন স্হানীয় সুদিজন।
এছাড়া নিজেদের ঝামেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে শুভ মণ্ডল অনুতপ্ত হয়েছেন,স্হানীয় মিশন পাড়ার ভুল বুঝাবুঝির স্হানীয় ভাবে মিমাংসা হওয়ায় শুভ মণ্ডল সহ সকলে উক্ত সংবাদটির প্রতিবাদ জানাচ্ছে। এবং ভবিষ্যতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে যদি কোন সংবাদ প্রকাশ করায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।