নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:
সাভারের আশুলিয়ায় অপহরণের পর কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানা যুবলীগ সদস্য আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সোমবার লালমনিরহাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও একই এলাকার জাহিদুল ইসলাম (১৫) অভিমান করে বাড়ি থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকায় বোনের বাড়িতে আসে। বোনের বাসা খুঁজে না পেয়ে ইপিজেড এলাকার বাসস্ট্যান্ডে অপেক্ষা করার সময় তাদেরকে অপহরণ করে একটি চক্র। পরে তাদের আত্মীয়দের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে অপহৃত দুজনকে বেধড়ক মারধর করে তারা। এতে সবুজ নামের ৫ম শ্রেণিতে পড়ুয়া কিশোর মারা যায় ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়।
এ সময় নিহত সবুজ ও আহত জাহিদুলকে একটি ভ্যানে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানা যুবলীগের সদস্য কন্ডার সিরাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, মুক্তিপণের দাবিতে সবুজ নামের এক কিশোরকে হত্যার ঘটনায় আবুল হোসেন আপনকে গ্রেপ্তার করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম