সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে আরেক দফা পানির তান্ডব

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

অতিবর্ষণ আর পাহাড়ি ঢলে নতুন করে আবার প্লাবিত হয়েছে সুনামগঞ্জ। জেলার তাহিরপুর,জামালগঞ্জ,বিশ্বম্ভরপুর,ছাতক, দোয়ারাবাজার,জগন্নাথপুর,দিরাই,শাল্লা সবকটি উপজেলা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে আছে বিশ্বম্ভরপুর, জামালগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলার ৫০টিরও বেশী গ্রাম। সুনামগঞ্জ সদরের সাথে সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেছে বিশ্বম্ভরপুর,জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার।জায়গায় জায়গায় ভেঙ্গে গেছে যোগাযোগের একমাত্র মূল সড়ক টি।তলিয়ে গেছে কৃষকদের আমন ফসলি জমি।দিশেহারা হয়ে গেছে সাধারণ জনগণ।গত বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা ঠিক হওয়ার আগেই আবারো শুরু হল নতুন করে ভাঙ্গন।এ যেন মরার উপর খরার ঘা।

 

সকালে সুরমার পানি বিপদ সীমার ১ সেঃমিঃ নীচ দিয়ে প্রবাহিত হলেও রিপোর্ট লিখা পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করে। অপরদিকে পাহাড়ি ঢলে তীব্রগতিতে ধেয়ে আসছে উজানের পানি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দূর্গত এলাকা ঘোষনার দাবী করেছে স্থানীয় জনগণ। ভারী বর্ষণে কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষ।অনাহারে অর্ধাহারে দিন কাটছে প্রান্তিক জনগোষ্ঠীর।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।