মোঃ আমিনুল ইসলাম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে বুধবার দিনব্যাপী কিচেন মার্কেটের সামনে ও বাজার সড়কে অবৈধ স্থাপনা ও সরকারি সম্পত্তি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মাদ নাহিদ হাসান খান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
নাহিদ হাসান খান জানান, তার অভিযানে অংশ নেওয়া সদস্যগণ উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের পাশে ১৭টি অবৈধ দোকান এবং পাইকপাড়ায় মহাসড়কের পাশে ১৫টি দোকান ও স্থাপনা এবং চড়ুইমুড়ি কমিউনিটি কিনিকের পাশে থাকা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সড়ক ও জনপ বিভাগ এবং পৌরসভার প্রায় ১ একর সরকারি সম্পত্তি দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম এবং র্যাব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম