শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে দুই ইয়াবা সুন্দরী আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

মোঃ কামাল হোসেন:

৭টি ধারালো চাকু ও ৫০ পিস ইয়াবাসহ যশোরের নাজির শংকরপুরের একটি বাড়ি থেকে টেকনিক্যাল কলেজের দু’ছাত্রীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আটকৃতরা হচ্ছে, যশোরের বকচর জোড়া মন্দির এলাকার শামীম হোসেনের মেয়ে শান্তা আক্তার আশা ( ১৯), রেল রোড তেঁতুলতলার মৃত আজিজ শেখের মেয়ে ফারজানা আক্তার বৃষ্টি (১৮) ও পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে একরামুল হক (২২)। এরমধ্যে আশা ও বৃষ্টিকে ইয়াবা সুন্দরী হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। থানা সূত্র জানিয়েছে, এসআই আজাহারুল ইসলাম গত ২৩ সেপ্টেম্বর রাতে বেজাপাড়া এলাকায় ডিউটিকালে গোপন তথ্য পান নাজির শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের (বাসা নম্বর ৫৪১) শামসুল হকের ভাড়াটিয়া শান্তা আক্তার আশা ও তার কয়েক সহযোগি ওই বাসায় ইয়াবার চালান ও দেশিয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এ সংবাদে কয়েকজন নারী পুলিশ সদস্য নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন।

 

২৪ সেপ্টেম্বর ভোর ৪ টা ৫৫ মিনিটে ওই বাসা থেকে পাকড়াও করেন শান্তা আক্তার আশা, ফারাজানা আক্তার বৃষ্টি ও একরামুল হককে। এসময় শান্তা আক্তারের শরীর তল্লাশী করে পুলিশ ২০ পিছ ইয়াবা উদ্ধার করে। এছাড়া বাকি ইয়াবা বৃষ্টি ও একরামুলের দখল থেকে উদ্ধার হয়। এরপর আশার বিছানার তোষকের নিচ থেকে উদ্ধার হয় ৭টি ধারালো ছোরা। আটকের পর তাদের থানায় আনা হয়। আটককৃত আশা ও বৃষ্টি যশোর টেকনিক্যাল কলেজের ছাত্রী বলে পরিচয় দেয়। তারা ওই বাসায় মেস ভাড়া করে দু’বান্ধবী থাকতো বলে সাংবাদিকদের জানায়। এদিকে, দুই কলেজ ছাত্রী ইয়াবাসহ আটক হওয়া ও তাদের কাছ থেকে ৭টি ধারালো অস্ত্র উদ্ধারের খবরে গোটা যশোরে হৈচৈ পড়ে যায়। ইয়াবার চালান ও অস্ত্র উদ্ধার ঘটনায় থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমীম আলম জানান, মামলাটি যত্নসহকারে তদন্ত করা হবে। দু’জন নারী ইয়াবা ব্যবসায় জড়িত। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। একই ঘরে একজন পুরুষ মাদক কারবারীও পাওয়া গেছে। এরা একটি সংঘবদ্ধ চক্র।

 

এরা আরো আপত্তিকর কাজে জড়িত বলেও পুলিশের কাছে তথ্য এসেছে। মূলত একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আশা ও বৃষ্টিকে ব্যবহার করছিল। তাদের ইয়াবা সুন্দরী হিসেবে কাজে ব্যবহার করছিল। আটকের ব্যাপারে আশার মা জানান, তার মেয়ে ষড়যন্ত্রের শিকার, মূলত রাজন নামে এক বখাটে উঠিয়ে নিয়ে বিয়ে করে আশাকে। সেই থেকে আশা বাড়ি ছাড়া। রাজনের হুমকির কারণে তার ব্যাপারে পরিবারে পক্ষে থেকে খোঁজ খবর নেয়া বন্ধ ছিল। ওই রাজনকে পুলিশ কিছুদিন আগে আটক করে। যশোর টেকনিক্যাল কলেজে পড়ার সুবাদে আশা তার বান্ধবী বৃষ্টির সাথে ভাড়া থাকতো নাজির শংকরপুরে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।