ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৯নং আচারগাও ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মোতালেবের ছোট ছেলে প্রতিবন্ধী হারুন অর রশিদের খোঁজে খবর নিতে নান্দাইল নরসুন্ধা ব্লাড ডেনেট সোসাইটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত হন। প্রতিবন্ধী হারুনের খবর জানতে পেরে প্রাথমিক ভাবে নিত্য প্রয়োজনীয় প্রায় পাঁচ হাজার টাকার খাদ্য পন্য দিয়ে সহযোগিতা করেছিলেন নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। পরে ২য় দফায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তার হাতে নগদ অর্থ তোলে দেন নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আসিফুর রহমান সবুজ,
নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক শাহ আলম, উপদেষ্টা এমএ হান্নান, আফতাব উদ্দিন খান তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমএইচ মনোয়ার হেসেন, সদস্য- রুহুল আমিন, তৌহিদুল ইসলাম সহ আরো অনেকেই। এ সময় নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা প্রতিবন্ধী হারুন অর রশিদের প্রতি স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুম এর প্রতি আবেদন করেন যে, প্রতিবন্ধী হারুনকে যেন স্থানীয় ভাবে সরকারি সকল সুযোগ সুবিধার ব্যাবস্থা করে দেওয়া হয়।
#CBALO/আপন ইসলাম