মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আটঘরিয়া উপজেলা প্রশাসন ও সহকারি রির্টানিং অফিসার এর আয়োজনে গতকাল বুধবার বিকালে জাতীয় সংসদ ৭১ পাবনা-৪ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশানর কেএম নুরুল হুদা।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এর সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন সিনিয়র সচিব আলমগীর হোসেন, যুগ্ম সচিব নির্বাচন কমিশনার মো: ফরহাদ আহমদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকতা ও সহকারি রির্টানিং অফিসার মো: সাইদুর রহমান, জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম,
আটঘরিয়া উপজেলা নিবাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান প্রমূখ। এসময় প্রধান নির্বাচন কর্মকর্তা প্রিজাইডিং অফিসারদের নির্বাচন বিষয়ে দিকনিদেশনা মুলক বক্তব্য রাখেন।
#CBALO/আপন ইসলাম