সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভিন্ন ধারায় উদযাপন হলো মানবিক সংগঠন প্রবাসে নড়াইল বাসী ফেইসবুক গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

নড়াইলের এক ঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতা, সহানুভূতি, বন্ধন স্লোগানে ২০১৭ সালের ২২ শে সেপ্টেম্বর পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত নড়াইল প্রবাসী এবং জেলার হৃদয়বান কিছু মানুষের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় সহযোগিতামূলক অনলাইন ভিত্তিক সংগঠন প্রবাসে নড়াইল বাসী “(ফেইসবুক গ্রুপ) প্রবাসী গ্রুপের অঙ্গীকার সুনিশ্চিত করা এতিম, অসহায়ের অধিকার কার্যক্রমের অংশবিশেষে গ্রুপটি নড়াইলের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে ধর্মীয় প্রতিষ্ঠান এবং এতিম, অসহায়দের মাঝে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা সহযোগিতা প্রদান করে আসছে। ২২ সেপ্টেম্বর ২০২০ তারিখে গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলার নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

সহযোগিতায় ছিলো লোহাগড়া ” লক্ষীপাশা ব্লাড ব্যাংক গ্রুপ এছাড়াও নড়াইল সদরে মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে অবস্থিত প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সহযোগিতায় ছিলো “রেড ক্রিসেন্ট সোসাইটি ” উল্লেখ্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কেন্দ্রগুলিতে উপস্থিতি ছিলেন শিক্ষকমন্ডলী এবং সমাজের সুশীল ব্যক্তিগণ। চিকিৎসা সেবায় সহযোগিতার পাশাপাশি ‘প্রাবাসে নড়াইল বাসী ফেইসবুক গ্রুপ ‘ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা এবং লোগাড়ার একটি অঞ্চল সহ নড়াইল সদরের ৩নং চন্ডিবরপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের “রতডাঙ্গা এতিম খানা ” মাদ্রাসা এবং জেলা শহরের বিভিন্ন পয়েন্টে বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে সর্বমোট ২১০ জনের একবেলা খাবার প্রদান করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কার্যক্রম সম্পন্ন করে। সুখের একটা হাসির জন্য অধিক অর্থের প্রয়োজন হয়না, সবথেকে বেশি প্রয়োজন সুন্দর একটা মনের।

 

দেশ ও দেশের বাইরে অবস্থানরত যে সকল হৃদয়বান মানুষ জেলায় সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়নে শ্রম, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং ব্লাড গ্রুপ নির্ণয় সেচ্ছাসেবী সংগঠন গুলির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা, গ্রুপের মঙ্গল কামনা এবং দোয়ার প্রার্থনা রইলো।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।