সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপর দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও দাতা সদস্যের আয়োজনে মঙ্গলবার বিকালে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে মাদ্রাসার সভাপতি নাজিম উদ্দিন ভুইঁয়া ও সুপার মো. মোর্শেদ আলী সহ সহযোগীদের বিরুদ্ধে মাদ্রাসা পরিচালনাকার্যে ব্যাপক অনিয়ম, সীমাহীন দূর্নীতি, অর্থ আত্মসাত, মাদ্রাসার জমি বিক্রী, অবৈধ নিয়োগ বাণিজ্য ও ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত সহ নানান অভিযোগ তুলে ধরা হয়েছে।

 

সাংবাদিক সম্মেলন লিখিত অভিযোগপত্র পাঠ করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য ও মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত অবনতি, লোক দেখানো মাদ্রাসার ছাত্র-ছাত্রী সংখ্যা, অবৈধভাবে স্বজনপ্রীতি করে মাদ্রাসার কমিটি গঠন ও নানান অনিয়ম তুলে ধরে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার অভিভাবক সদস্য মো. ইন্নছ আলী, মো. ওয়ারেছ উদ্দিন ভূইয়া, সদস্য জসিম উদ্দিন ও মিলন মিয়া প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে অভিভাবক সদস্যরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-পরিচালক, জেলা প্রশাসক, দূর্নীতি দমন কমিশন, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পত্র প্রেরন করেছেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।