রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণর দাবীতে চৌহালিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
মাহমুদুল হাসান, চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি:
যমুনা নদীর ভাঙ্গণ রোধে স্থায়ী বাঁধ নির্মাণর দাবীত সিরাজগঞ্জর চৌহালি উপজলার বাঘুটিয়া ইউনিয়ন বাসির আয়োজনে  মিটুয়ানি থেকে ভুতের মোড় পর্যন্ত ৩ কিলামিটার এলাকাজুড় মঙ্গবার সকালে ঘন্টা ব্যাপী এলাকাবাসি মানববন্ধন ও বিক্ষোভ করছন।
বাঘুটিয়া ইউনিয়নর চর বিনানুই,বিনানুই, চর সলিমাবাদ,চর নাকালিয়া,মিটুয়ানি ও ভুতর মাড় এলাকার প্রায় ২ হাজার নারী পুরুষ ও শিশু এ মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন। এতে এলাকাবাসি সরকারের কাছে জোর দাবি করেন আমরা ত্রাণ চাই  না, বেরীবাধ চাই, আমরা টাংগাইলে যেতে চাই না সিরাজগঞ্জে বসবাস করতে চাই। শিশু শিক্ষার্থীদের দাবি আমরা  পরতে  চাই,আমরা শতভাগ শিক্ষা  চাই,আমাদের  স্কুল বাচাতে  মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোথায়  চৌহালীর দিকে একটু তাকান।
ভাঙ্গন চিত্র তুলে ধরে রোধে টেকসই বেরী বাঁধ ও স্থায়ী বাধ দেখতে চাই।  বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,চৌহালি উপজলা ছাত্রলীগর সাবক আহবায়ক মোল্লা মুকুট,বিশিষ্ট শিল্পপতি মজিবর রহমান,আব্দুল ওয়াহাব মুন্সি,বাকি বিল্লাহ,কালাম মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে যমুনার করালগ্রাসে একের পর এক গ্রাম ফসলি জমি ও শত শত বাড়িঘর চোখের সামনে বিলিন হয় যাচ্ছ। অথচ টাঙ্গাইল পানি উনয়ন বোর্ডের আওতাধীন এ এলাকার ভাঙ্গণ রোধে তারা স্থায়ী ভাধ নির্মানে কোন ব্যবস্থা নিচ্ছ না। তাই বাধ্য হয় এলাকাবাসি যমুনা নদীর ভাঙ্গণ রোধে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণর দাবীতে তারা এ মানববন্ধনর আয়াজন করতে বাধ্য হয়। বক্তারা অবিলম্বে এ এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণর জোর দাবী জানিয় বক্তব্য রাখেন।
এ বিষয় টাঙ্গাইল পানি উনয়ন বার্ডর নির্বাহী প্রকশলী সিরাজুল ইসলাম বলেন,এ ভাঙ্গণ রোধ এখন ওই এলাকায় জিওটক্স বালুর বস্তা ফেলার কাজ চলছ। এছাড়া ওই এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণর জন্য একটি প্রজক্ট জমা দওয়া আছ। এটি পাশ হলেই কাজ শুরু করা হবে।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।