রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল র্যাব-৮ সমস্যরা অভিযান চালিয়ে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি, মাদক, নারী নির্যাতনসহ ১৬টি মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী মোঃ ছগির মোল্লা গ্রেফতার।
র্যাব-৮এর আওতাধীন পটুয়াখালী ক্যাম্পের বিশেষ অভিযানে সোমবার সকালে বরগুনা জেলার সদর থানার পরির খাল বাজার এলাকা থেকে বরগুনা সদর থানার ছোনবুনিয়া গ্রামের মোঃ নূর মোহাম্মদ মোল্লার ছেলে শীর্ষ সন্ত্রাসী মো. ছগির মোল্লা ওরফে জংলী সগীর (৩৫) গ্রেফতার করে র্যাব সদস্যরা।
জংলী ছগির এলাকায় সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড করায় বালিয়াতলী ইউনিয়নের সাধারণ গ্রামবাসী মানববন্ধন করে তাকে আটকের দাবি জানিয়ে আসছিলো। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সগীরকে সোম,বার রাতে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী ছগির গ্রেফতারে ওই এলাকায় জনমনে শান্তি ফিরে এসেছে।
#CBALO/আপন ইসলাম