শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে হাবিব হত্যা মামলার এক আসামী সিলেট থেকে গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালের চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে সিআইডি। গোপন সংবাদের ভিক্তিতে সিআইডি পাবনা কার্যালয়ের সহকারি পুলিশ সুপার ওয়ালিউল ইসলাম’র নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামসহ একটি অভিযানিক দল গত শনিবার গভীর রাতে সিলেট শহর এলাকা থেকে মামালার এজাহার নামীয় ১০ নং আসামী হামজালালকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হামজালাল হান্ডিয়াল ইউনিয়নের খাঁর পুকুর এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।সিআইডি পাবনা কার্যালয়ের সহকারি পুলিশ সুপার ওয়ালিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।উল্লেখ্য,গত ১৪ জুন সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাবিবকে কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তারপর সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়ন করা হয়।এদিকে হাবিবের পিতা মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে ১১জন নামীয় ও অজ্ঞাত ১৮/২০জনকে আসামী করে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলাটি জটিলতা দেখা দিলে সিআইডি পাবনা জেলা কার্যালয়ে হস্তান্তর করা হয়।

 

মামলা তুলে নিতে বিভিন্ন সময় নিহত হাবিবের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। এর প্রতিবাদে ১৭ জুন ঐ এলাকার সাধারণ জনগন,নারী পুরুষ এবং বীর মুক্তিযোদ্ধা একত্রিত হয়ে মানববন্ধন করেন। তারপরও আসামী ধরা ছোঁয়ার বাইরেই রয়ে যায়। তাই ভূক্তভোগী পরিবার নিরুপায় হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে তাদের বাসায় সাংবাদিক সম্মেলন করেন।মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।