মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগরের নওয়াপাড়া আটাবাজার থেকে ৪২ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা। আজ শনিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার পায়রা ইউনিয়নের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে আসিফ শেখ (৩৮)। র্যাব-৬’র যশোর কোম্পানি কমান্ডার মুহাম্মদ ছুরত আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া আটাবাজার গ্রামীণ টাওয়ারের উত্তরে একটি দোকানে মাদকদ্রব্য কেনাবেচা করছে।
সেখানে অভিযান চালিয়ে দোকানের মালিক আসিফকে আটক করা হয়। সে সময় তার দোকানের মধ্যে থেকে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে অভয়নগর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
#CBALO/আপন ইসলাম