শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে রয়েছে লক্ষ্মীপুরের বাসিন্দারা!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ মে, ২০২০

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে।প্রতিদিন বেড়ে চলছে করোনারোগীর সংখ্যা। এ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন এবং রোগ শনাক্ত হওয়ার আগেই মারা গেছেন ০১ জন।

করোনাভাইরাস উপসর্গের তথ্য গোপন ও জনসচেতনতার অভাবে সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৮৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা সম্পন্ন হয় ১ হাজার ৬৮৩ টি। ১৫৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসে নাই। এতে করোনা শনাক্ত হয় ৮৮ জনের।

আক্রান্তদের মধ্যে সদরে ২৭ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগর ৮জন, রামগতি ১০ জন ও রায়পুর উপজেলায় ২১ জন।

শনাক্তব্যক্তিদের মধ্যে হাসপাতালে ভর্তি আছ- ২৪ জন। এরমধ্যে রামগঞ্জ উপজেলাগ ৮ জন, সদর হাসপাতাল- ১১ জন,  কমলনগর উপজেলায় ০৪ জন এবং  রায়পুর উপজেলায় ০১ জন। এছাড়া হোম আইসোলেটেড চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। এরমধ্যে কমলনগরে ৪, রামগতি ১, রামগঞ্জ ১০ ও সদরে ১০ জন। রামগঞ্জে অপর একজনের রোগ শনাক্ত হওয়ার আগে মারা যান।

এদিকে জেলায় বিভিন্ন উপজেলায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চললেও মানুষের মধ্যে বাড়েনি বিন্দু মাত্রও সচেতনতা। গত ১০ মে দেশব্যাপী লক ডাউন সীমিত আকারে খুলে দেওয়ার পর থেকেই জেলার বিভিন্ন হাট-বাজারে, পাড়া-মহল্লায় মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। ব্যবসায়ী-ক্রেতারা সামাজিক দূরত্ব মানার কথা থাকলেও অধিকাংশই মানছে না সামাজিক দূরত্ব বা সুরক্ষা নিয়ম। জেলায় প্রতিটি ইউনিয়নে ত্রাণ দেওয়ার নামেও চলছে জনসমাগম।

যার কারনে করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে রয়েছে জেলার বাসিন্দারা।

জেলার সিভিল সার্জন মো. আবদুল গফ্ফার মুক্তকন্ঠ ২৪ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাসকে সহজেই জয় করা সম্ভব। এর জন্য মূলত প্রত্যেক ব্যক্তিকে সচেতন হতে হবে। লক্ষ্মীপুরে করোনা উপসর্গ গোপন ও সচেতনতার অভাবের কারনে সংক্রমণ বাড়ছে । করোনার উপসর্গ, জ্বর সর্দী, কাশি দেখা দিলে অবশ্যই জেলার স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিজেকে অন্যের সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। এক জন আক্রান্ত ব্যক্তি চাইলেই সহজেই করোনা ভাইরাসের সংক্রামণ থেকে সুস্থ হতে পারে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।