মো: আনোয়ার হোসেন,ষ্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ও বীরগাঁও ইউনিয়নে দাঙ্গা নিরসন ও এলাকায় শান্তির লক্ষে রবিবার(২০/৯) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন সাংগঠনিক কমিটি। স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল মহোদয়ের পরামর্শক্রমে এই সাংগঠনিক কমিটি গঠন করা হয়। ওই এলাকায় শান্তির লক্ষে সাংগঠনিক কমিটির আহ্বায়ক উপজেলা আ’লীগের সহ-সভাপতি এড.সুজিত দেব উপস্থিত স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি আরো বলেন, দীর্ঘদিনের দাঙ্গা নিরসন কল্পে ও এলাকায় সাধারন মানুষের শান্তির লক্ষে নবীনগরের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নেতৃবৃন্দের পরামর্শক্রমে কাজ করতে বদ্ধ পরিকর এই কমিটি। আগামী শনিবার (২৬/৯) সারাদিন ঘটনাস্থল পরিদর্শন সহ উভয়পক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে । এতে আপনাদেরও সহযোগিতার প্রয়োজন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, জহির উদ্দিন চৌধুরী সাহান, চেয়ারম্যান ফিরোজ মিয়া, প্রনয় কুমার ভদ্র পিন্টু ও নাছির উদ্দিন প্রমূখ ।
#CBALO/আপন ইসলাম