সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সার্ক জার্নালিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার ১৯ সেপ্টেম্বর২০, রাতে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত আটটি দেশের সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন “সার্ক জার্নালিস্ট ফোরাম”- এর কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের তৃণমূল বার্তা ও হ্যালো ঢাকা নিউজ এর সম্পাদক ,দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরামের মহাসচিব, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ওনার্স ফোরামের মহাসচিব মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট  ইন্ডিয়ার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রামনাথ বিদ্রোহী।
ভার্চুয়াল সভায় আরো উপস্থিত ছিলেন,ইন্দো নেপাল জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট ও এশিয়ান টাইমসের সম্পাদক ও প্রকাশক নেপালের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রাজু লামা,পাকিস্তানের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক দৈনিক গুজরাটের নিউজ এডিটর শাগির আহমেদ,আফগানিস্তানের কাবুল প্রেসক্লাবের সদস্য ও বোর্ড অফ মেম্বার বিশিষ্ট সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান ওয়ায়িদ,ভূটান থেকে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ভূটানের প্রেসিডেন্ট বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রিনঝিন ওয়াংচু,মালদ্বীপের এবিএম নিউজ এর বিশিষ্ট সাংবাদিক ইসমাইল সাহু ও শ্রীলংকার সিনিয়র সাংবাদিক স্বর্ণাবাহি পত্রিকার নিউজ এডিটর প্রাসাদ রূপা সিং।
ভার্চুয়াল মিটিংয়ে সার্ক জানালিস্ট ফোরামের পরবর্তী ইন্টার্নেশনাল জার্নালিস্ট কনফারেন্সের আয়োজনের কথা নিয়ে আলোচনা  হয়।
করোনা পরিস্থিতি উন্নত হলে ভারতের দিল্লি অথবা নেপালের কাঠমান্ডু তে পরবর্তী ইন্টারন্যাশনাল সার্ক জার্নালিস্ট কনফারেন্সের অনুষ্ঠিত হওয়ার কথা ব্যক্ত করা হয়।
ভার্চুয়াল মিটিংয়ে সার্ক ভুক্ত দেশগুলোর বর্তমান করোনাভাইরাসের আপডেট তথ্য নিয়ে আলোচনা করা হয়। আলোচকরা মালদ্বীপ ও নেপালের ট্যুরিজমের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করেন, সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক ধসের এর কথা উল্লেখ করা হয়। দেশগুলোতে বহু সংবাদকর্মী কর্মহীন হয়ে পড়ে, বহু লোক  চাকুরিচ্যুত হয়।
ভার্চুয়াল মিটিংয়ে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের আরো উঁচু মর্যাদা নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।  সাংবাদিকদের স্বাধীনতা, আত্মরক্ষা ও ঐক্যবদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়।সারাবিশ্ব হক সাংবাদিকদের নিরাপদ স্থান”-এই প্রত্যয় নিয়ে ভার্চুয়াল মিটিং শেষ হয়।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।