রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী পৌরসভার পূর্ব লাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রবিবার সকালে গৌরনদী মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদি ও নির্যাতিতা শিশুটির মা এজাহারে অভিযোগ করেন, শনিবার বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে তার কন্যাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে বিবস্ত্র করে মাটিতে শুয়িয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মাঠে তার কন্যাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি করে। খোঁজাখুজির একপর্যায়ে পরিত্যাক্ত ঘরে প্রবেশ করলে শিশুটিকে ফেলে আবু বক্কর পালিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় রোববার সকালে নির্যাতিতা শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রতিবেশী মাছ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আবু বক্কর বেপারীকে (৫৫) আসামী করে মাশরা দায়ের করেছেন। পুলিশ ভিকটিমকে রবিবার দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
#CBALO/আপন ইসলাম