নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডের তেতুইবারি এলাকায় ঘুড়ি মার্কা ডিটারজেন্ট পাউডার কোম্পানির সামনে গড়ে উঠেছে এই অবৈধ পার্কিং। বিভিন্ন জেলা থেকে আসা পরিবহনের ট্রাকের মাল লোড করছে এখানে এতে করে অনেক সময় যানজটের সৃষ্টি হচ্ছে আর এ যানজট সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। তাছাড়া লাববাইক পরিবহনের বাস গুলোও রাস্তার পাশে পার্কিং করে রাখাতেও যাতায়াতে ভোগান্তিতে পরছে সাধারন মানুষ।
আবার কিছু পরিবহনের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় গভীর রাতে অনেক সময় তাদের পরতে হয় ছিনতাইকারীদের হাতে। অনেক সময় আবার গাড়ীর ব্যাটারিও চুরি করে নিয়ে যায় এমন অভিযোগের কথাও বলে তারা। কাশিমপুর থানা পুলিশ মাঝে মধ্যে অবৈধ পার্কিং উচ্ছেদ করলেও আবার সেই আগের মতই পাকিং করে রাখে গাড়ী গুলো।এ ব্যাপারে সাভার হাইওয়ে থানায় কথা বললে অফিসার্স ইনচার্জ বলেন আমি নতুন এসেছি আমি এ ব্যাপারে অবগত নয় তবে অবৈধ পাকিং যদি থাকে তাহলে আমরা আইনের ব্যবস্থা নিব।
#CBALO/আপন ইসলাম