শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৬

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে বাড়ির প্রবেশের পথে গাছের চারা রোপণ করার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৩ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের হকু তালুকদার বাড়ির প্রবেশের পথে সম্প্রতি গাছের চারা রোপণ করেন। এ ঘটনার প্রতিবাদ করে আসছিলেন একই বাড়ির তুজামালী তালুকদার। এ নিয়ে গতকাল শনিবার সকালে তুজামালী ও হকু তালুকদারের মধ্যে বাকাবিতন্ডা এক পর্যায়ে হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা ও সংঘর্ষে তুজামালী তালুকদার (৬৫), ফাতোমা আক্তার (২০), হকু তালুকদার (৬০), পারভিন আক্তার (৩৫), ছালমা খানম (৩২)সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।