রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালে কুয়াকাটাগামী পিক আপে অভিযান চালিয়ে ৫৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার, চালকসহ ৫জন গ্রেফতার। বরিশালের র্যাবের তল্লাশিতে দপদপিয়া সেতুর টোল ঘর এলাকা থেকে প্রাইভেটকার ও একটি পিকআপ ভর্তি ৫৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার। এ সময় দুই গাড়িতে থাকা পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার সন্ধ্যার পরে বরিশাল র্যাব-৮ অফিস সূত্রে জানা গেছে পিক আপভ্যানে করে ফেনসিডিলের একটি বড় চালান বরিশাল নগরী হয়ে পর্যটন এলকা কুয়াকাটায় যাবে এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দপদপিয়া সেতুর টোলঘর এলাকায় চেকপোস্ট বসানো হয়।
ওই চেক পোষ্টে একটি প্রাইভেটকার ও একটি পিকআপকে থামার সংকেত দিলে চালকসহ ৫জন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর সময় পাঁচজনকেই আটক করে র্যাব। আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী পিকআপে তল্লাশি চালিয়ে ৫৭৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো যশোরের বেনাপোলের তৌহিদুল ইসলাম (২৫), মেহেদী হাসান (২০), খুলনার আলাউদ্দিন (৩৪), দৌলতপুরের নাজমুল হাসান ওরফে সুমন (৩০) এবং সাতক্ষীরার শহীদুল ইসলাম (২৫)।এঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম