শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী আহত থানায় অভিযোগ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের পথরোধ উল্টো মামলা করেছে হামলাকারীরাই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার স্ত্রী আহতর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে হামলাকারীদের পথরোধ। উল্টো মামলা করেছে হামলাকারীরা।উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের মক্তিযোদ্ধা মরহুম কাজী আবুল বাশারের স্ত্রী মমতাজ বেগম (৬৫) অভিযোগে বলেন, পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে একই এলাকার সৈয়দ আলী ফকিরের ছেলে রকিব ফকির, এনায়েত কাজীর ছেলে আল ইমলাম ও আকতার হোসেনের ছেলে সুরুজ কাজী তার বাড়ির সামনে বসে তাদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এসময় তার ছেলে মামুন কাজী ও দেবর সোহাগ কাজী ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন মমতাজ বেগমকে ধাক্কা মেরে ফেলে দিলে ইটের আঘাতে তার কপাল ফেটে যায়। এসময় তার ছেলে ও দেবরের সাথে হাতাহাতির এক পর্যায়ে প্রতিপক্ষ রকিবকেও তারা ধাক্কা মারলে সেও মাটিতে পরে ইটের আঘাতে তারও কপাল কেটে যায়। আহত রকিব হাসপাতালে ভর্তি হয়েছে।

রাজিহার গ্রামের মৃত মোকলেচ ছকিরের ছেলে মনির ফকির মমতাজ বেগমকে ধাওয়া করার সত্যতা স্বীকার করে জানায়, তারা ঘটনাস্থলে ছিল বলেই তাদের উপর কোন হামলা করতে পারেনি তাদের প্রতিপক্ষের লোকজন। মমতাজ বেগম আরও জানান, তার উপর হামলার ঘটনায় ওই দিন সন্ধ্যার পরে থানায় এসআই মনিরুজ্জামারে কাছে লিখিত অভিযোগ দায়ের করে তারা ইজি বাইকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মোটরসাইকেলে তাদের ধাওয়া করলে তারা রাজিহার ষ্ট্যান্ডে আশ্রয় নেয়। শুক্রবার সকালে এসআই মনিরুজ্জানের ঘটনাস্থল পরিদর্শনে যাবার কথা থাকলেও সকালে এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসআই সুশান্ত কুমারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে রকিব ফকির বাদী হয়ে তার ছেলে, দেবরসহ ৪ জনকে আসামী করে উল্টো তাদের নামে মামলা করেছেন।

বৃহস্পতিবার থানার ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান মমতাজ বেগমের লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে শুক্রবার সকালে তার ঘটনাস্থলে যাবার কথা ছিল। কিন্তু অপর পক্ষের দায়ের করা মামলা এসআই সুশান্ত কুমার তদন্ত কর্মকর্তা হওয়ায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসআই সুশান্ত কুমার জানান, বৃহস্পতিবার রাতে ৪জনকে আসামী করে রকিব ফকির মামলা দায়ের করেছেন, নং-৪। ওই মামলায় তিনি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে গিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পেয়েছেন। এসআই মনিরুজ্জামানের কাছে মমতাজ বেগমের লিখিত অভিযোগের বিষয় তিনি অবগত নন। তার পরেও ওই অভিযোগসহ মামলার বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
থানা অফিসারসার ইন চার্জ মো. আফজাল হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, মমতাজ বেগমের অভিযোগের বিষয়ে তিনি অবগত নয়। এসআই মনিরুজ্জামানের কাছে মমতাজ বেগমরে অভিযোগ বিষয়ে তাকে অবহিত করলে তিনি আরও বলেন, তাহলে অভিযোগের বিষয়ে এসআই মনিরুজ্জানই ব্যবস্থা নেবেন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।