মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার বেলা ১২ টায় বন্যায় ¶তিগ্রস্থ ¶ুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে ২শ ৫০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে মাসকালাই বীজ, ডিএপি ১০ কেজি ও পটাশ ৫ কেজি করে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি অফিসার সুবর্না ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
#CBALO/আপন ইসলাম