শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্ভীক ছুটে চলা এক ইউএনও

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

দেশের সাধারণ জনগনের কাছাকাছি সরকারি সেবা পৌছে দেওয়ার লক্ষে মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।উপজেলা নির্বাহী কর্মকর্তাগন সরকারি সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সহ জনগনের  প্রকৃত সেবায় নিয়োজিত হবেন এটাই স্বাভাবিক।কিন্তু দায়িত্বের বাহিরে গিয়েও অনেক সময় যখন সরকারি কর্মকর্তারা সাধারণ জনগনকে ভালো রাখার জন্য দিনরাত কাজ করেন ও তাদের  কাজের ধারাবাহিক গতি যখন অস্বাভাবিকভাবে ভালো হয় তখন সাধারণ জনগণ সহ অাপামর জনতার শ্রদ্ধার মানুষে পরিনত হোন অনেক সরকারি কর্মকর্তা।বলছিলাম এমনই একজন সরকারি কর্মকর্তা অভয়নগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসাইন খাঁনের কথা।অভয়নগরে যোগদানের পর থেকেই কাজের মাধ্যমে জয় করেছেন অভয়নগর বাসীর মন।

 

করোনাকালে যশোর জেলার অভয়নগর উপজেলার এক অালোচিত ইউএনও হলেন মোঃ নাজমুল হুসাইন খাঁন করোনা ভাইরাসে সাধারণ মানুষের সুরক্ষার জন্য  ছুটে বেড়ান অভয়নগর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ।উপজেলার এক প্রান্ত থেকে অারেক প্রান্তে তিনি  ছুটছেন সাধারণ অসহায় পরিবার গুলোর জন্য সাহায্য নিয়ে।করোনার লকডাউনে অসহায় খেটে খাওয়া মানুষ যখন ঘরবন্দী ছিলেন তখন তিনি অনেকটা ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলেছেন ঘরে ঘরে।শুধু তাই নয় মহামারির কবলে পড়া করোনা রোগীর খোঁজ খবর রেখেছেন হরহামেশা,বাড়িয়েছেন সহায়তার হাত কখনও অাবার হাতে ফল-ফ্রুট নিয়ে হাজির হয়েছেন করোনা রোগীর বাড়ীতে। যেখানে অনেক সরকারি কর্মকর্তা করোনায় আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন, সেখানে করোনায় অাক্রান্ত হওয়ার শংকা কে উপেক্ষা করে তিনি করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাপনে নিয়েছেন জোড়ালো ভূমিকা।

 

করোনার ভয়কে জয় করে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বড় সাফল্য দেখিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে।করোনা প্রাদুর্ভাবের শুরুতে মার্চ মাসে  যখন মানুষের মধ্যে রীতিমত অাতংক ঠিক সেই মার্চে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অাইনে মামলায় অর্থদন্ড অাদায় করেছেন।করোনাকালে গত মার্চ মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অাইনে মামলায় জরিমানা অাদায় করেছেন। অনেক যাহার সাফল্য আমাদের সকলের জন্য ব্যাক্তি মোঃ নাজমুল হুসাইন খাঁনের একার নয়। সরকারি নির্দেশমত সামাজিক দুরুত্ব বজায়,নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার  মনিটরিং করা,খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রিতে অমিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অাইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় অভয়নগর উপজেলা জুড়ে সাধারণ মানুষের  শ্রদ্ধাও ভালোবাসায় সিক্ত হয়েছেন ইউএনও মোঃ নাজমুল হুসাইন খাঁন। করোনাকালে বিভিন্ন সরকারি সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণের লক্ষে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়,পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে অসহায় দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।করোনায় ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করার লক্ষে নিয়েছেন নানা প্রদক্ষেপ।

 

মাধ্যমিক পর্যায়ের  শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় পিছিয়ে না পড়ে সে জন্য তিনি ঘরে বসে অনলাইন শিক্ষার ব্যবস্থা করেছেন।তিনি করোনায় বন্ধ থাকা বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল গুলোর অসহায় শিক্ষকদের সহায়তা করে মানবিকতার পরিচয় দিয়েছেন। ইউএনও মোঃ নাজমুল হুসাইন খাঁন বলেন,করোনার শুরু থেকে এখন পর্যন্ত দিনরাত মাঠে কাজ করে যাচ্ছি সাধারণ মানুষদের কে সুরক্ষার জন্য। অভয়নগর উপজেলার ৯টি ইউনিয়নও একটি পৌরসভার অসহায় গরীব দুঃস্থ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মানবিক সহায়তা সঠিক ভাবে পৌছে দিয়েছি। অামাকে সার্বক্ষনিক  সহায়তা করেছেন অভয়নগরের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং সামাজিক সংগঠন পাশে থেকেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে খাদ্য সহায়তা করেছি। হয়ত একদিন করোনার থাবা বন্ধ হবে,পৃথিবী হবে আবার শান্ত,সেদিন নাজমুল হুসাইন খাঁন অভয়নগরে থাকুক আর নাই থাকুক অভয়নগরের মানুষ সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ  রাখবে তাঁর কর্মময় জীবন।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।