সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উন্নয়ন ও করোনা পরিস্থিতি নিয়ে শেখ আব্দুল ওয়াদুদ’র বক্তব্যে আমার এলাকার মানুষ আমার পরিবারের মতো

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

শেখ আলী আকবার সম্রাট যশোরঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচেষ্টার ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সোনার বাংলা গড়তে এবং নওয়াপড়া পৌরসভার সুযোগ্য মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’র নির্দেশে, পৌরর ২নং ওয়ার্ড এলাকার মানুষের জন্য উন্নয়ন প্রকল্পের কাজ চলছে এবং এই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা করি। এখন পর্যন্ত শ্মশানঘাট(ধোপাদী মোড়) থেকে ২/৪নং ওয়ার্ড পৌরসভার কোটি টাকার কাজে হাত দিয়ে আমার ওয়ার্ড ২নং ওয়ার্ড পাচকবর এলাকার মানুষের জলাবদ্ধতার কথা চিন্তা করে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য রাস্তার পাশ থেকে ড্রেনের কাজ শেষ করেছি। সেই সাথে আমার ওয়ার্ড’র কাপাশাটি গ্রামে রাস্তার কাজ করেছি। এখন নতুন করে আবার লক্ষিপুর এলাকায় রাস্তা কাজ শুরু করবো। যেটা বৃষ্টির কারণে দেরি হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত যেসকল এলাকাতে সমস্যা হচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রেখে সমস্যা সমাধানের জন্য কাজ করে চলেছি। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার এলাকাকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। যদিও বর্তমানে করোনা ভাইরাস যে হারে বৃদ্ধি পেয়েছে। তাতে করে যেকোন কাজ করাটা একটু জটিলই বলা চলে।

 

তবে ; আমার এলাকর মানুষের জন্য আমার ওয়ার্ডের মানুষের জন্য করোনাকালীন ত্রাণসামগ্রী এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা প্রতিটি এলাকায় ত্রাণ ও করোনার থেকে বাঁচতে ছোট ছোট করে সতর্কতার সাথে সচেতনতা ক্যাম্প করছি। এবং এটাও আমার ওয়ার্ডের মানুষ বলে নয়, সবার জন্য উপকার বয়ে আনছে ও আনবে। স্বাস্থ্য বিধির সকল বিষয় মেনে চলতে ও মাস্ক ছাড়া বাহিরে বের হতে না হওয়ার জন্য এখনোও কাজ করে চলেছি। করোনার এই সময়ে ১০হাজারেরও বেশি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছি। যদিও এই ত্রাণ সামগ্রীতে বন্দর নগরীর বৃত্তবান ও এলাকার মানুষের সহযোগিতা অপরিসীম। সত্য বলতে আমার এলাকার মানুষ আমার নিজের পরিবারের মতো।

 

আর আমি মনে করি আমার পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’র সার্বিক সহযোগিতায় করোনা থেকে সচেতনতা বজায় রেখে এবং উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ও উন্নয়নের যাত্রা চলমান গতিতে ধরে রাখতে সবার নিকট দোয়া প্রার্থনা করি। শেখ আব্দুল ওয়াদুদ কাউন্সিলর ২নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা অভয়নগর যশোর।

 

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।